• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট

ওসমান গনি / ২৬ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে রডভর্তি ট্রাক উল্টে মহাসড়কের গজারিয়া অংশের ঢাকামুখী লেনে আনুমানিক ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা।

আজ শুক্রবার ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মহাসড়কের মধ্যবাউশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে যানজট অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা সেতুর ঢালে জামালদী এলাকায় একটি রডভর্তি ট্রাক উল্টে যায়। দুর্ঘটনা কবলিত রডবাহী ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরাতে সময় লাগায় এ যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার পরিবহনের চালক তাহমিদ হোসেন জানান, সকালে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু গজারিয়া এলাকার ভাটেরএলাকায় এসে তিনি যানজটে আটকা পড়েন। এতে বাসে থাকা যাত্রীরা বিরক্ত হচ্ছেন বলে জানান তিনি।

মোশারফ নামে এক যাত্রী বলেন, মধ্য বাউশিয়া থেকে দুই ঘন্টায় ৩ কিলোমিটার অতিক্রম করেছে তাকে বহনকারী বাসটি ।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান,একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০