মুহাম্মাদ শরীফুল ইসলাম
এমন সন্তান কারো ঘরে
জন্ম যেন না হয়,
পিতার সম্মান দেয়না যারা
মন্দ কথা কয়।
শিশু থেকে কষ্ট করে
যাদের বড় করে,
প্রিয় ছেলে বড়ো হয়ে
রাখেনা পিতাকে ঘরে ।
পিতা যাদের অন্ন দিয়ে
করে লালন-পালন,
বৃদ্ধ হলে কেনো তাকে
করতে পারেনা আপন।
যাদের কাছে তাদের বাবা
বৃদ্ধ হলে বোঝা,
এমন কু-সন্তানের জন্য
কম হবে কোনো সাজা।
রাস্তা-ঘাটে ঘুরে বেড়ায়
পায়না জায়গা ঘরে,
কেহ আবার কষ্ট নিয়ে
আত্মহত্যা করে।