এম.আলী হুসাইন।
জ্বলছে আগুন
পুড়ছে দেশ
স্বাধীন সোনার
বাংলাদেশ।
মরছে মানুষ
ধর্ষনে;
বিচার নাই
ভূল তথ্য বিবরণে
শুধু ধামাচাপা
মিথ্যা শ্লোগান।
শক্তিহীন বাংলার
নওজোযান।
চলছে খুন,
চলছে ধর্ষণ,
চলছে দুর্নীতি,
আর স্বজনপ্রীতি।
চলছে গাড়ি
গতিহীন,
বাড়ছে অবিশ্বাস
দিন-দিন।
নেই আচার
নেই বিচার
আয়োজন
শোভাযাত্রার!
মানুষগুলো
হতে চায়
অমানুষ,
নেই কর্মে হুস।
বংলা বৎসরের
প্রথম দিনে
কেউ বিড়াল,
কেউ ইদুর,
কেউ বাঘ,
কেউ বা সিংহ
বাহাদুর।
যাবে অচিনপুর!
আবার কেউ
টুপি পরে
পান্জাবী পরে
হয় দালাল।
তারা আবার
পছন্দ করে
ওলি ও শায়খ
শাহজালাল র.
আগুন গজব
খুন গুজব
আছে মানুষ
দুঃচিন্তায়।
সত্যকার অর্থে
কাজ করছে না
কারো মাথায়;
সবাই পাগল হায়!!!!