( কবি মাহমুদা আক্তার কে উৎসর্গঃ)
_________স জী ম শা ই ন,
তোমার হাতের রান্না খেয়ে গল্প করি,
অতিকথন নয়,
চিত্তে তোমার দেবীমাতা, যে গুণে শত্রু আপন হয়।
প্রতিভা তোমার ছড়িয়ে পড়ুক, ধ্রুব তারার মতো,
পাঠক ছুটুক ছন্দ নিয়ে,হৃদয়ে ইচ্ছে আছে যতো।
দেশ-বিদেশে ঘুরে বেড়াক,তোমার লেখা গল্প,
আকাশ থেকে বৃষ্টির মতো পড়ুক অল্প অল্প।
যাদুমিশ্রিত হাতে, লিখো তুমি কালজয়ী উপন্যাস,
নির্ঘুম দুচোখ খুঁজবে তোমায়, যতই
করি কাব্যবিন্যাস।
_____________________________