মাননীয় প্রধান উপদেষ্টা,
প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস সাহেব৷
আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমি অবহেলিত দক্ষিণ বঙ্গ, পটুয়াখালী জেলা থেকে বলছি।
আমরা পটুয়াখালিবাসী জানতে পেরেছি যে, চীনের প্রস্তাবিত তিন টি হাসপাতাল আছে। যা আমাদের দেশেই হবে সংবাদ টি শুনে সত্যি আমরা আনন্দিত।
আপনি জানেন যে, পটুয়াখালী জেলাটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, এখানে রয়েছে নদী, খান, বিল ও বিশাল চর অঞ্চল যাতায়াত ব্যবস্থা খুবই নিম্নমানের। এখানে সুচিকিৎসার অভাবে প্রতি বছর হাজার হাজার লোক মারা যায়।
আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো যদি চীনের প্রস্তাবিত হাসপাতাল থেকে একটি হাসপাতাল দক্ষিণ বঙ্গ তথা পটুয়াখালী জেলায় স্থাপন করেন। এই জেলায় এমন একটি হাসপাতাল স্থাপন করা খুবই প্রয়োজন।
এখানের অনেক চর অঞ্চল থেকে প্রায় ১০ ঘন্টা অপেক্ষা করে চিকিৎসার জন্য ঢাকা যেতে হয়। বেশি অসুস্থ হলে ঢাকা যাত্রা পথেই ৪৫% লোক পথে ইন্তেকাল করে যা সত্যি অতি কষ্ট ও দুঃখের বিষয়।
পরসমাচার এই যে, আশা করি, আপনি দক্ষিণ বঙ্গের অবহেলিত মানুষের কষ্টের বিষয় টি বিবেচনা করবেন এবং পটুয়াখালীতেই একটি হাসপাতাল স্থাপন করবেন।
আমরা জানি, অবহেলিত মানুষের কষ্ট বুঝার জন্য আপনার আছে আকাশ সমান উদার মানবতা ও পাহাড় সমান বিশাল একটি হৃদয়।
অবহেলিত দক্ষিণ বঙ্গে তথা পটুয়াখালীতে চীনের প্রস্তাবিত হাসপাতাল স্থাপন করার জন্য মাননীয় উপদেষ্টার সুদৃষ্টি আকর্ষণ করছি।
এস এম সাইফুদ্দিন সালেহী
পটুয়াখালী জেলা।