_____________
স জী ম শা ই ন
তোমার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে
পাড়ি দেবো উপমার সকল নদী,
কবিতার আদলে যাপিত জীবনে সম্পর্কের মাঝে
বাধা হয়ে দাঁড়ায় প্রতিহিংসার অদৃশ্য প্রাচীর,
বিচ্ছিন্নতাবোধ মাথানত করে প্রেমের কাছে।
তোমার হাতের সুতোয় গাঁথা নিপুণ মালা —-
প্রতিকূলতার শৃঙ্খলে বন্দী একটি কবিতা
সফলতা লাভে মিনতি জানায় প্রেমাকুলতা।