তাছলিমা আক্তার মুক্তা
তোমার বুকে আমার আশ্রয়
যেখানে মাথা রেখে আমি নিশ্চিতে ঘুমাতে পারি ,
তোমার চোখ দুটো স্বপ্নের নীড়
যে চোখে চোখ রাখলে আমি শতসহস্র বেদনা ভুলে যাই।
তোমার ঠোঁট গোলাপের পাপড়ি
যার স্পর্শে আমি কোমলপ্রাণ ফিরে পাই।
তোমার হাত দুটো স্বপ্নের সিঁড়ি
যে হাত ধরে আমি লক্ষ্যে পৌঁছাতে পারি ।
তোমার ঐ হাসি আমার প্রশান্তি !
তোমাকে হাসতে দেখলে বুঝতে পারি সব ঠিক ঠাক আছে ।
তোমার পা দুটো আমার ঠিকানা
যে ঠিকানায় আমি বসত ভিটা গড়ে তুলেছি ।
তোমার অন্তত আমার দোলনা
যে দোলায় দুলতে দুলতে আমি দুঃখ সুখের দিন কাটাই ।
তোমার কথা আমার অনুপ্রেরণা !
আমি সেই অনুপ্রেরণায় ভবিষ্যতের গল্প কথায় ডুবে থাকি ।
তুমি আমার নিশ্বাস !
যে নিশ্বাস আমাকে জানান দেয় আমি বেঁচে আছি ।
তুমি আমার চোখে পলক !
প্রতিটা পলকে পলকে আমি নতুন করে জন্ম নেই তোমার সাথে ।
তুমি ছাড়া আমি মাটির মূতি, প্রাণহীন কাকতাড়ুয়া ।
সারাজীবন আমার হয়ে থেকে প্রতি নিশ্বাসে,
বিশ্বাসের প্রাণকেন্দ্র হয়ে ।
তোমাতে পড়েছি লাল শাড়ি রাঙিয়েছি হাত মেহেদী রঙে ।
তোমার দেওয়া সাদা কাফনে গোলাপ চন্দনে ।
নিজ কাঁধে করে কাটিয়ায় চড়িয়ে দিয়ো গো সাধের কবর ঘরে।
আমার যতো ভুল ত্রুটি দিয়ো গো ক্ষমা করে।