আবিদ হাসান, রামপাল, বাগেরহাট।
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। অথচ আর্থিক অস্বচ্ছলতা ও নানা প্রতিবন্ধকতার কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে। এই ঝরে যাওয়া শিশুরাও স্বপ্ন দেখে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার। তাদের সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে রামপাল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং শিশু ফোরামের সদস্যরা।
আজ ১৬ এপ্রিল ২০২৫ তারিখে শিশু ফোরামের পক্ষ থেকে, আবিদ হাসান, শারমিন ও শিফা উপস্থিত হয়ে রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আনোয়ার উল কুদ্দুস স্যারের কাছে একটি আবেদনপত্র প্রদান করি। আমাদের আবেদন ছিল—রামপাল উপজেলার হতদরিদ্র ও ঝরে যাওয়া শিশুদের যেন বিনামূল্যে বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হয়।
আমাদের আন্তরিক অনুরোধে স্যারের সহানুভূতিশীল মনোভাব প্রকাশ পায়। তিনি আশ্বস্ত করেন যে, রামপাল উপজেলার যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
এছাড়াও, এই শিশুদের জন্য প্রয়োজনীয় খাতা-কলমসহ অন্যান্য শিক্ষাসামগ্রী প্রদান করবেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এরিয়া প্রোগ্রাম। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইতোমধ্যেই “জিরো ড্রপআউট” পরিকল্পনার আওতায় ঝরে যাওয়া শিশুদের আবারো বিদ্যালয়মুখী করার উদ্যোগ গ্রহণ করেছে।
এই মহতী উদ্যোগের মাধ্যমে আশাকরি ঝরে যাওয়া শিশুদের স্বপ্ন আবারও ডানা মেলবে, এবং তারা ভবিষ্যতে আলোকিত জীবনের পথে এগিয়ে যেতে পারবে।