নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার ০২ নং ভোঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে গতকাল রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা এক গৃহ বধূর লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ ।
স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা যায়,ওই গৃহবধূর নাম মোছা. ফারজাহান আক্তার (২২), স্বামীর নাম মো.রাজু মণ্ডল (২৫)।
ফারজানা ও রাজু ঢাকার একটি গার্মেন্টসে চাকুরীর সুবাদে দুজনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এক পর্যায়ে তাঁরা বিয়ে করেন।তাদের ঘর আলো করে সংসারে আসে একটি কন্যা সন্তান।
এরই মাঝে শুরু হয় সংসারে অভাব আনাটন।
পারিবারিক অসচ্ছলতা থাকলে ও ভালোই চলছিল সংসার জীবন।
গত কয়েক মাস পূর্বে রাজুর স্ত্রী ফারজাহানর ব্রেন স্টোক হয়। এরপর থেকেই তার ব্রেনে আর স্বাভাবিক ভাবে কাজ করতো না।পারিবারিক অস্বচ্ছতার কারনে পান থেকে চুনে গেলেই রাগারাগি করত আর অধিকাংশ সময় অসুস্থ থাকতেন কথায় কথায় রাগ করতেন।প্রতিবেশীদের ধারণা অসুস্থতার কারনে হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফারজাহান।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা উনি নাকি ব্রেন স্টোক করা মানসিক রোগী।তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারন জানা যাবে।থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।