মোঃ ইব্রাহিম হোসেন
এখন আমার আর পড়ে না
তোমার কথা মনে,
ধৈর্য দিলেন মহান প্রভু
সঙ্গী দিলেন সনে।
ঝরেছে হায় অশ্রুধারা
দুই নয়নে কত!
কারোর কাছে যায়নি দেখা
অন্তরের এই ক্ষত।
বুক ফেটেছে মুখ ফুটেনি
সইছি হাজার কষ্ট,
তোমার প্রেমের অনল দহন
করেছে পথ’ভ্রষ্ট।
হয়নি আমার স্বপ্ন পূরণ
রয়েছে সব বাকি,
নিঠুর হয়ে দিয়েছো তাই
এই আমাকে ফাঁকি।
আল্লাহ আমায় যাকে দিলেন
তাকে নিয়েই তুষ্ট,
তোমার প্রতি এখন আমি
নই কখনো রুষ্ট।
ভাগ্য মেনে নিয়েই আমার
এ মন স্বপ্ন আঁকে,
আমার প্রাণের প্রিয় যেজন
জান্নাতে চাই তাকে।
সেই প্রিয়জন নয় তো কেহ
আমার প্রাণের বধূ,
জীবন-মরণ সঙ্গী সেজন
মধুর চেয়েও মধু।