কলমে নিতু মন্ডল অভি (ছন্দহীন)
,,,,,,,,,,,,,———-,,,,,,,,,,,,,,
যার জন্য দাঁড়িয়ে থাকি, সেই তো চলে যায়
নিভে যায় ধীরে ধীরে, অচেনা এক ছায়ায়।
হাত বাড়াই, পাই না তার ছোঁয়া,
হৃদয়ের দুয়ারে পড়ে থাকে কাঁপা কাঁপা সোঁয়া।
চোখে জমে থাকা অপেক্ষার ধুলা,
স্মৃতির পাতা ওল্টালে কেবলই ভুলা।
একটুখানি হাসি, একটু কথা—
সেই আশায় কেটে যায় একেকটা প্রহর-বাঁধা।
যার জন্য মন সাজাই রঙে রঙে,
সে চলে যায়, হারিয়ে যায় ভিন্ন কোনো ঢঙে।
পথ চেয়ে থাকি, ছায়া দেখি হাওয়া ভারে,
সে আসে না, হারিয়ে যায় অন্য কারও দ্বারে।
তবুও কি থামে এই পথ চাওয়া?
ভাঙা হৃদয় কি ভুলে যায় দেখা স্বপ্নছাওয়া?
না, মন চুপচাপ শুধু বলেই যায়—
“যার জন্য দাঁড়িয়ে