মাহমুদা আক্তার
তোমার হাসিতে আমার স্বপ্নগুলো
আরো রঙিন হয়ে ওঠে
খুঁজে নেয় সজীবতার ছোঁয়া।
নীল আকাশে মেঘের ভেলায় ইচ্ছেরা ভাসে,
আবির রাঙ্গা বিকেলের সোনালি রোদ
মিশে যায় দিগন্তের গাঢ়ো সবুজ ঘাসে।
তোমার অনুভবে সখ্যতা বাড়িয়ে
কোন এক শুভক্ষণে
নিংড়ে দিতে ইচ্ছে করে বুকের জমানো
সবটুকু ভালোবাসা।
ইচ্ছে ডানায় ভর করে কল্পপুরুষ হয়ে
তুমি এসো,
খুব গোপনে মনের দরজায় টোকা দিও।
সব ফুলের চেয়ে একটু ভিন্নতা ছড়িয়ে
অপরাজিতা ফুল হয়ে।
অপরাজিতা ফুল আমার খুব প্রিয়।
পাশাপাশি বসে তোমার সাথে নিশ্চয়ই হবে কথা,
হবে নীরব সখ্যতা।
তোমার হাসিতেই আমি খুঁজে পাই
মৌনতার ব্যাপকতা।
মনের মনিটরে বারবার ভেসে আসে তোমার ছবি
তুমি কি হবে
আমার আলতারাঙা ভোরের রবি?
_________________________
কলমাকান্দা, নেত্রকোণা।