ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ ছয় দফা দাবী আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার থেকে বিকেল ৪ টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালের দক্ষিণ পাশে সড়কে অবরোধ সৃষ্টি করে তারা এতে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। বিকেল সাড়ে ৪ টার দিকে শিক্ষার্থীদের সড়ক থেকে অবরোধ তুলে নেয়। অবরোধে দীর্ঘ সাড়ে ৫ ঘন্টায় জনসাধারণের ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে’কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিলসহ ছয় দফা দাবী আদায়ে তারা সড়কে অবস্থান নিয়েছেন তারা। এ সময় অবরোধ সৃষ্টি করে দাবী আদায়ে নানা শ্লোগান দেন এদিকে, বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় অবস্থিত মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার মৈত্রী সেতুর ঢালে অবস্থান নেন। এসময় তারা সড়কে অবরোধ সৃষ্টি করলে দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে সড়কে যানজট দেখা দেয় দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নিয়ে সড়কের পাশে অবস্থান নিলে যানজট কমে যায়। তবে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা পুনরায় সড়কে অবরোধ সৃষ্টি করে। বিকেল ৪ টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়।
সদর থানার পরিদর্শক তদন্ত (ওসি) সজিব দে বলেন, অবরোধের খবর পেয়ে আইন-শৃংঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে ছুটে যান। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধের মুখে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিকেলে দাবী আদায়ের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক