তাছলিমা আক্তার মুক্তা
নানা নানি দেখিনি তো
পাইনি কারো আদর !
দাদা দাদি তাও দেখিনি
কে বলবে বাঁদর ?
চাচা চাচী দেখেছি আমি
পেয়েছি হাজার হেলা ,
মামা মামীর কুলে বসে
খেলেছি অনেক খেলা ।
মামার বাড়ি মধুর হাঁড়ি
যদি থাকে মামা ,
নতুন নতুন কাপড় রেখে
কিনে নতুন জামা ।
নেইলপালিশ মেহেদী আর
আলতা চুড়ি ফিতে ,
ঈদের হাটে নিয়ে যেতো
আমায় কিনে দিতে ।