কবি শরীফ উদ্দিন
বাকরুদ্ধ কাঁটা পথ চলিতে ফিরিতে দ্বন্দ্ব সরোবর,
কে কোথায় মুক্ত খোঁজে আক্রোশে দেল গহ্বর?
ফুটিয়া ফুলের কলি পাপড়ি বিনে স্পর্শে যায় পড়ি,
সুবাস লুকায় ক্ষীণ পবনে আমি অচেতন মুখ ভারী।
তেপান্তর দিগন্তহীন কোথাও নাহি কোন দিশা,
হৃদ জ্বালাতন তিক্ত বেদন কর্ণেও গলিত সীসা!
প্রয়োজনে প্রিয় হই তবে বিনা দোষে হই পঁচা,
ছিড়িয়া গিয়াছে অনুভূতির নালি অকথ্যে লই খোঁচা।
দিবা কলঙ্ক রাতে নিরব রাতের কলঙ্ক মহল জুড়ে,
ধরণী উত্তাল আমার কলঙ্কে বেকায়দায় সুখ পুড়ে।
চাহিলে যাহারে পরান শীতল তাহাতেও রহি বিমুখ,
পাখনা মিলাইতে নাহি পারি ছেড়া পালক অসুখ।
সাধ্য হইয়া অসাধ্যের চাবি বাধ্য প্রিয়াও হটে,
আমি অকারণ কারণ বীনা আমাতেই তাহা ঘটে।
বেলা ফুরিয়ে আসিলো আজই তবুও বিপথে রই,
লইবে কি জোড়া ছেঁড়া পালক প্রশ্ন করিবো কই?
দিশেহারা চোখ মনেরও শোক বিপত্তি রটে রোজ,
আমি বিদিশায় রহিলাম পড়ি জীবন্তেই নিখোঁজ!
আমার কারাগারে আমিই আসামি আমিই আইন,
আহার আমার বিষাক্ত ধোঁয়া অবারিত দুখ মাইন।
বে-রঙিন সুরে বিদায় হইবো ধরণীর তব শান্তি!
ছেঁড়া পালকে আমিই অধম উড়িতে আমার ক্লান্তি।
নাহি জানা কোন পথ বুনা আদৌ কি তাহা পাইবো?
ভাঙা গলি রাঙা নিরানন্দে দাঙ্গাই কুড়িয়ে খাইবো!
আমিই হইবো আমার রাজ্যে নতুন রাজা নীতি,
ছেঁড়া পালক রহিবে তবুও আমাতেই আমার প্রীতি।