____________
স জী ম শা ই ন
খাঁটি মুসলমান আজ বেমানান
ইজরাইলের ধ্বংসলীলায়,
অবরুদ্ধ সব করে কলরব,
মেকি যুদ্ধের এমন খেলায়।
মুজাহিদ চল ভাবনা বিরল
ধ্বংসস্তূপে তারা সম্বলহীন,
বন্দি আছে ঘরে কতজন মরে
জীবন বাঁচাতে বাড়ছে ঋণ।
শিশু ও নারীর বিক্ষত শরীর
বিশ্বাসীর চোখে দুঃস্বপ্ন আঁকে,
মুসলিম যারা সৈন্য দিয়ে ঘেরা
দিন ও রাতে অনাহারে থাকে।
এই বিপর্যয়ে মৌন পরিচয়ে
মুসলমানও করে যায় কর্ম,
ভয় প্রতি জনে অচেতন মনে
করছে পালন মানুষের ধর্ম।
যুদ্ধে রক্ত ঝরে আব্রু রক্ষা করে
প্রতিষেধকের ক্ষত সন্ধানে,
যুদ্ধের সে রথ ফিরে পাবে পথ
বিশ্ব মুসলিম আছে প্রতিদানে।
______________________________
দুর্গাপুর, নেত্রকোনা।