মায়াবী কাজল
পশ্চিম দিগন্তে গোধূলির আলো-
একবারে হয়ে গেছে ম্লান,
পূর্ব আকাশে উদিত হয়েছে নব রবি –
নিয়ে এসেছে নতুন গান।
বাংলা শুভ নববর্ষ আজ,
রংয়ে ঢংয়ে সাজো নব সাজ।
বিদায় বছরের জীর্ণতা, দীনতা মুছে যাক,
হতাশা, গ্লানি, বিষণ্ণতা পুড়ে হোক খাক।
পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হোক সমাজ,
এসো দলবদ্ধ হয়ে করি সকলে কাজ।
দূর করবো সমাজের অন্ধকার,
এই হোক আমাদের অঙ্গিকার।
খুশির রং আকাশে বাতাসে ছড়িয়ে যাক,
এসেছে বছর ঘুরে পহেলা বৈশাখ।
মনের কালিমাগুলো ধুয়ে হোক সাফ,
পিছনের গুনাহ্ আল্লাহ করো দাও মাফ।
জড়াবো না এমন কাজে যাতে হয় পাপ,
তোমার নৈকট্য যেনো করতে পারি লাভ।
সবাই নতুন আশায় বাঁধি বুক,
ভুলে যাই সব পুরানো দুখ।
সুদৃঢ় হোক ভাতৃত্বের বন্ধন,
আনন্দে হাসুক হৃদয় অঙ্গন।
রঙিন হয়ে উঠুক সবার জীবন,
এই কামনায় মায়াবী কাজলের মন।