নিতু মন্ডল অভি (ব্যাঙ)
………………………………………..
নববর্ষ এলো আবার,
রঙিন আলোয় ভাসে চারিধার,
বাজে ঢাক, হাসে মুখ,
তবু কোথায় যেন একটুখানি দুঃখ।
চেনা মুখগুলো আজ অচেনা হয়,
হঠাৎ হারিয়ে যাওয়া কারো স্মৃতিতে হৃদয় ভয়ে ভয়ে,
শুভেচ্ছার ভিড়ে, অশ্রু ঢেকে যায়,
কাঁপা কণ্ঠে কেউ বলে, “ভালো থেকো ভাই।”
তবু নতুন সকাল হাসে খুশির গান,
ভবিষ্যতের স্বপ্ন গাঁথে নতুন প্রাণ,
পিছনে ফেলে যাই যত ব্যথা-ভরা রাত,
চাই ভালোবাসা, চাই দ্বিতীয় বসন্তের পথের হাত।
কষ্ট আছে, তবু আশাও পাশে,
নতুন বছরে হৃদয় নতুন আশায় ভাসে।
জীবনের এই মায়ায়—কান্না আর হাসি,
নববর্ষ যেন এক নতুন ভালোবাসা খুঁজে পায় বাসি।