বাস্তবতা
হালিমা সুলতানা
ব্যস্ততা কেড়ে নিয়েছে জীবনের সুখ,
শরীর মনেতে ভীড় করেছেন দুখ।
সময় আছে হাজার লক্ষ ঘন্টা দিন,
সময়ের কাছে তবু শেষ হয়নি ঋণ।
যান্ত্রিক এই শহরে কেউ কারো নয়,
সবাই সবার স্বার্থ নিয়ে শুধু রয়।
এক গাদা স্বার্থ ভীড়ে জীবন যে চলছে,
নিয়মনীতির উর্ধে স্বার্থ কথা বলছে।
সময় চলছে আপন গতিতে দুরন্ত
সব শেষে জীবনের বেলা টা পরন্ত।
মৃত্যুটা হার মানেনি ব্যস্ততার কাছে
কোন আনন্দে তোমার হিয়া বলো নাচে?