স জী ম শা ই ন
অসমান বুকের কান্না শুনি মধ্যরাতে
নিঃশ্বাসে প্রশান্তির আওয়াজ
মহামিলনের কুচকাওয়াজ
আমি তো চাইনা, তোমায় হারাতে।
প্রেমের মায়াজালে, লোনাজল চোখের কোণায়,
বুঝে গেছি ভালোবাসার শাশ্বত বিধান
প্রেম মানেই আকর্ষণ, নবান্নের ধান
আমার সারারাত কেটে যায় শব্দের বীজ বুনায়।
______________________________
দুর্গাপুর, নেত্রকোণা।