কারিমা খাঁন দুলারী।
আর কতদিন বন্দী থাকবো
ঐ বিষাদের কারাগারে।
মোর গর্জে ওঠে হৃদয় মন
যতো তীর মারুক এ অন্তরে।
মোর বিদ্রোহী কন্ঠে ধ্বনিত হয়
বুকে দহন কম্পন জ্বালা,
ঐ বদ্ধ দুয়ারে আজ আমি
খুলবো মনের তালা।
এ জীবনে আসুক না যতোই
তুফান নির্মল প্রলয় ঝড়,
বক্ষে জ্বলুক বিভীষিকার আগুন
ঐ দাবানলে পুড়ে অন্তর।
ঐ হিংস্র বাঘের গর্জনের থাবা
জীবনে চলবে কতো কাল,
বেঁধেছি জীবন পরাধীনতার শিকলে
নিঃস্ব নই বীর বিপ্লব অবিচল।
ধুসর জীবন আজ পিপাসিত হয়
কেনো ঐ বিষাদের কারাগারে,
বিস্মিত হয় আশা কামনা বাসনা
মন বিলীন হয় হাহাকারে।
ঐ সম্বলহীন আর্তনাদ জনজীবন
কাতর জীবনে ভয় নাহি,
ক্রন্দন আছে বুকের স্পন্দনে
যেনো পাহাড়ী ঝর্ণা ধারা প্রবাহি।