অনেক প্রতিভা ছিল।
অথই নূরুল আমিন
এই বাজারে প্রতিভা কেনার গ্রাহক নেই
তাই আমি লোকসানী হয়েছি
আজকে বড় কষ্টে আছি
অর্থ কষ্ট শান্তনার কষ্ট
সকল জায়গায় অতৃপ্তির কষ্ট
হায় —
এখানে সবাই সুন্দরী নারী নিয়ে মগ্ন
আর বেশ কিছু লোকজন
ইয়াবা কেনার গ্রাহক
ইস্ মস্ত ভুলের এ পৃথিবী!
এখানে সবাই সবার বিপদে এগিয়ে আসে
শুধুমাত্র লাশটাকে দাফন করার জন্য
এই তো করিমের বাপের কথা বলছি
প্রায় সাত মাস বিছানায় ছিল
একটি দুঘটনায় আহত হয়ে
কোথাও কোন সহযোগিতা পায়নি।
এই তো গতকাল লোকটা মরে গেছে
পাড়া প্রতিবেশি সবাই এসে
দাফন করে মাটির নীচে রেখে চলে গেছে
তারা সবাই এই সমাজের লোক
মরার পরে মায়া বেড়ে যায়
জীবিত থাকতে যত অবহেলা।
আমার অনেক প্রতিভা ছিল
কেউ বিশ্বাস করেনি। কেউ না,
আজকে আমি ও অনেক ক্লান্ত
আজকে আমি অসহায় দারুন ভাবে
এখানে ধনী লোকেরা নিজেরাই
জ্ঞানের মহা সাগর। তাহলে…
আমার প্রতিভা কিনবে কে?
এখানে শিক্ষিত লোকেরা সবাই চোর
চোরদের আর কোনো প্রতিভা লাগে না
তাই আমার প্রতিভা আর বিকি হলো না।
আমি প্রমাণ করতে ব্যর্থ হয়েছি
মহা অন্ধের এই বাজারে, আমারও যে
প্রতিভা ছিল। না, কেউ বিশ্বাস করেনি।
এখানে খুব সহজে নকল টাকা পর্যন্ত
কিনে নেয়ার গ্রাহক পাওয়া যায়
প্রার্থক্য শুধু ষাট ভাগ আর চল্লিশ ভাগ হলেই
এখানে কিন্তু দুধে পানি মিশিয়ে বিকি হচ্ছে
পাঁচ টাকা কম হলেই গ্রাহক পাওয়া যায়
তখন ভালো মন্ধর প্রার্থক্য আর বিবেচ্য নয়।
এই আর কি। কিসের কবিতা, কিসের গান
এখানে সবাই নগদে নারায়ণ, টান গাজা।
এখানে সবাই জ্ঞানী ওয়ারিশটা ভাগাভাগির সময়
এখানে সবাই জ্ঞানী যৌতুক নেবার সময়
তারা সবাই জানে, লেবুর অনেক গুণ আছে
শুধু তাকে বিশ্বাস করা হয় না,
যে স্রষ্টা কর্তৃক এই লেবু সৃষ্টি হয়েছে।