কবি মোঃসাখাওয়াত হোসেন খান
বিদ্রোহী কবি কাজী নজরুল
তুমি ছিলে কবিদের কবি,
বিশ্ব কবিদের মুকুলহীন রাজা
সাহিত্যের নক্ষত্র এক রবি।
শাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে
তুমি ছিলে দুর্বার দূর্জয়,
বাঙালির মাতৃভূমি বাঁচাতে গিয়ে
তুমি ছিলে কয়েদ খানায়।
এই বাংলাকে ভালোবেসেছিলে
নিজের জীবনের বিনিময়ে,
এই বিশ্বের কবিদের মহাকবি
জন্মদিনের শুভেচ্ছা তোমায়।
তুমি ছড়াকার দের শিরোমনি
"ভোর হলো দোর খোল
খুকুমণি ওঠরে"আজও শুনি
কি যে মধুর বাংলা ভাষার বোল!
"ঔ ডাকে জুঁই শাখে
ফুল খুকি ছোটরে"
আজি এঈ পঁচিশে বৈশাখে
আছো বাঙালির অন্তরে।
নাট্যকারদের নাট্য আন্দোলনে
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার
কবি নজরুল বিশ্বভুবনে
বিধাতার সর্বশ্রেষ্ঠ উপহার।
উপন্যাসের মহানায়ক
শ্রেষ্ঠ ঔপন্যাসিক কবি নজরুল,
তুমি ছিলে প্রেমের সাধক
আমি ভুল বলিনি একচুল।
গল্পের যাদুকর বলেছি তোমায়
জীবনে গল্পের ছায়া তলে,
তোমার জীবন গল্প মিথ্যে নয়
বাঙালিরা ইতিহাস যায়নি ভুলে।
তুমি ছিলে স্বার্থক প্রবন্ধকার
প্রাবন্ধিক নজরুল ইসলাম,
ক্ষুরধার লেখনীতে জয় জয়কার,
জন্মদিনে লক্ষকোটি সালাম।
গ্রামের পালা গানের লেটোদলে
তুমি শিল্পী গীতিকার সুরকার,
কোন কালে বাঙালি যায়নি ভুলে
বিশ্ব সাহিত্যে এক স্মৃতির মিনার।