কবি মো:-সাখাওয়াত হোসেন খান
ভোরের স্নিগ্ধতায় ভরা এই বসুন্ধরা
আলোয় মুগ্ধতায় আলোকিত দেশ,
নিঃস্বার্থ এদেশকে ভালবাসি মোরা
এই যে বাংলাদেশ,আমার স্বদেশ।
আমি কবিতায় লিখি সূর্যের উদয়
মুক্তির মিছিলের বিজয় আবেশ,
সত্যের সংগ্রামে নেইতো পরাজয়
নিশ্চিত বিজয়ী আমাদের স্বদেশ।
দূর্নীতি অনিয়মের লুটপাটতরাজ
অপরাধী চক্র পালিয়ে যাবে সবাই,
দূর হয়ে যাবে দূর্বৃত্তের শাসন আজ
নতুন সূর্য উদিত শপথ নিচ্ছি ভাই।
দেশের জন্য উৎসর্গ আমার জীবন
তুমি কেবা আমি কে বাঙালি সবাই,
আমরা সবাই এই বাংলার-সন্তান
একত্রে মিলেমিশে কাজ করে যাই।
মাতা মাতৃভূমি বাংলাদেশে উন্নয়ন
বিজয় ইতিহাস রচনা হোক ভাই,
মহাবীর বাঙ্গালী অটুট প্রীতি বন্ধন
মাতা মাতৃভূমির ভেদাভেদ নাই।