______// স জী ম শা ই ন,
সোনালী দিনের প্রহর গুনে
কাব্যচাষী শব্দ বুনে,
সময়ের চাকায় চলছে রথ
পেরুতে হবে বন্ধুর পথ।
নশ্বর জীবনের মোহ-মায়া
বসন্ত বরণে বৃক্ষের ছায়া
মন উচাটন ক্ষণে-ক্ষণে
বসন্ত বিলাপ সমীরণে !
ঋতুচক্রের আবর্তন জেনে
প্রেম আসে ব্যাকরণ মেনে ?
ঘুচে যাক যত ঘোর হতাশা
পূর্ণ হোক সব মনের আশা।
______________________
দুর্গাপুর, নেত্রকোনা।