কবি___
আমিরুল ইসলাম জীবন
টাকা চাই, হ্যাঁ বন্ধু, তোমাদের কাছেই,
ফেসবুকের এই দেয়ালে দাঁড়িয়ে—সালাম দেই।
নয় রাজনীতি, নয় প্রেমের কবিতা,
আজ বলি সত্যি—চাই একটু সহানুভূতির অমৃত লেখা।
পকেটে ঝিঁঝি ডাকে, মানিব্যাগ ফাঁকা,
মায়ের মুখ শুকনো, শিশুর চোখে শূন্যতা আঁকা।
ভাত নেই পাত, জুতোর ফিতা ছেঁড়া,
তবু স্ট্যাটাসে হাসি—সেটাও আজ ভাড়া।
পোস্ট দিই, লাইক পড়ে, কমেন্টে ‘আহা রে’,
কিন্তু বিকাশে টাকা আসে না কারও ঘরে।
ভালোবাসা অনেক, হৃদয়ের ভান্ডার,
কিন্তু বিদ্যুৎ বিলটা চায় নগদ টাকা, না চায় প্রণয় বারবার।
বন্ধুরা আমার, তোমরা অনেক,
হাসো, গাইও, পোষ্ট দাও রঙে-রঙে।
কিন্তু আজ যদি কেউ করো পাঠ,
পাঁচটা দশটা টাকা, আমার হবে রাতের রাত।
এই স্ট্যাটাসে রিয়্যাক্ট নয় শুধু,
একটু বিকাশে চাপ দাও, হৃদয় ভরো পূর্ণ রুদ্র।
নয়তো আমিও হব ফ্রেমে বাঁধা স্মৃতি,
“ভালো কবি ছিলেন”—এমন শোকস্মরণে লিখবে কবিতা নীতি।
না চাই করুণা, চাই ভাই সমান অধিকার,
যেখানে কবিও বাঁচে, থাকে তার সংসার।
তুমি যদি পাঠাও, আমি গড়বো গান,
হাসবে মা, লিখবে কলম—জন্ম নেবে নতুন প্রাণ।