কবি মোঃসাখাওয়াত হোসেন খাঁন।
ফিলিস্তিনে আল আকসা
মুসলমানদের সালাতের প্রথম
কেবলা শরীফ ধ্বংস
কেয়ামতের আলামত চূড়ান্ত
ভাবে প্রকাশিত এসে গেছে
আজ বুঝি দাজ্জালের বংশ।
ইহুদীদের তৃতীয় টেম্পল
নির্মাণ শীঘ্রই দাজ্জাল আসার
সর্বশেষ সংবাদ আলামত,
শুনে রেখো মুমিন মুসলমান
তৃতীয় টেম্পল নির্মাণ দাজ্জাল
অনুসারীদের প্রত্যক্ষ মদদ।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের
ভবিষ্যতের বাণী,হাদীস শরীফে
বর্ণিত সঠিক সহিবিশ্বব্যাপী
মানুষ্যত্তের হবে কোরবানী।
পৃথিবীর সর্ব পূর্বে ভুমিকম্প
ঘন ঘন কম্পনে প্রকম্পিত হচ্ছে,
ফিলিস্তিনে মুসলিম নিধনযজ্ঞ
কেয়ামতের আলামত রুপ নিচ্ছে।
মুমিনের শোচনীয় পরাজয়ে
বিশ্ব বিবেক নিশ্চুপ বেহায়ার মত,
গাঁজানগরীতে আগুনে পুড়িয়ে
মূসলিমদের হত্যা করে শত শত।