কবি
মোঃ ইব্রাহিম হোসেন
কাঁদছে গাজা পাচ্ছে সাজা
বিশ্ব মুমিন ভাই,
কষ্টতে লোক অন্তরে শোক
লাশ ঢাকার ঠাঁই নাই!
রক্ততে লাল নিদারুণ হাল
আজ নিরুপায় হায়!
দুইশো কোটি মুসলিম জুটি
নীরবে রয় ঠায়।
নাই প্রতিবাদ হায় অপবাদ
নাস্তিকে দেয় গাল,
"এই না ধরায় আল্লাহ কোথায়
কোনখানে তাঁর ঢাল?"
দেয় নাকো মান হয় অপমান
মুসলিম জাতি আজ,
রক্তক্ষরণ প্রাণের হরণ
মাথার উপর বাজ।
ঘেঁটেঘুঁটে যাচ্ছে টুটে
বিশ্বাসী মন বল,
আর না বসে আঙ্গুল চুষে
চল্ রণে সব চল্।
ঐক্যতে বাধ যুদ্ধতে সাধ
প্রাণ গেলে যায় যাক,
মারবি গুলি উড়বে খুলি
তাকবীরে রব ডাক।