স জী ম শা ই ন
কবিতার অন্ত্যমিল খোঁজে ক্লান্ত ঊর্মিমালা
বাকতন্ত্র চেপে লিখে যায় শাশ্বত পংক্তিমালা।
প্রকৃতির শরীরে পদাবলী থাকে অলিখিত খাতায়
শুদ্ধ হয়ে ঝরে পড়ে অপার্থিব জীবনের পাতায়।
রমণীর চোখে ধরা দেয় বিষাদে ভরা অচেনা মুখ
উদাসী বাতাসে ভেসে যায় গণমানুষের সুখ।
যুগল হাতের মিলনে পুড়ে যদি পূর্ণিমার চাঁদ
কামিনীর ঘ্রাণ যেন মাতালের পাতানো ফাঁদ।
হৃদয় ভাঙ্গার প্রচন্ড শব্দে সচকিত হয় ধমনি
ঘোর লাগা দুঃস্বপ্নের ঝড় দেখে বিদ্রোহী রমণী।
______________________________
দুর্গাপুর, নেত্রকোণা