রিদয় ইসলাম
গোধুলীর লাল বর্ণের সূর্য ,
দীর্ঘ হয়ে আসছে ধেয়ে।
গাছের পাতায় জমে আছে,
পথের স্মৃতির কত ধুলো।
রাত্রির আজানের সুরে,
বয়ে আসে মুয়াজ্জিনের মনের কান্না।
পাখির ডানার ক্ষুদ্র পালকেও,
জমে আছে পৃথিবীর অঝর ঝর্না।
বাতাসে গন্ধ ভেসে আসে,
পাথর পড়ার, শিশুর ক্ষুধার বন্যা।
মুসলিম হয়েও সার্থর জন্য বিধর্মীর,
হয়ে থাকছে কত সাহেবের কন্যা।
তাই আজও পরাধীন, মূল্যহীন ফিলিস্তিন।