কবি
মো. নজরুল ইসলাম
ধর্মের বিনাশ করছো কতো
মানুষ পশুর জাতি,
চোখের জলে ভেসে চলছো
ধোঁকায় খাচ্ছো লাথি।
গাযযার মানুষ অসহায় আজ
নানান দোষে দোষী,
ঈসরায়েল তার হত্যায় মাতে
লীলা খেলায় খুশি।
ফিলিস্তিনের গাযযা বাসীর
ধ্বংসের যজ্ঞ চলে,
মুসলিম জাতি ঐক্য হয়ে
এসো তাদের দলে।
ছোটো বড়ো সবাই মরছে
ঈসরায়েলের হাতে,
নর পশুর হেদায়েত হোক
ভোর বিহান ও রাতে।
অকারণে কোনো দিন তার
নষ্ট হওয়ার কালে,
গাযযা বাসীর সুখটা কাঁড়ে
শয়তানি চাল চালে।