আলমগীর হোসেন
আজ ৭ই এপ্রিল, ১৯৯৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় ভাই, বন্ধু, সহযোদ্ধা এবং সবার প্রিয় মুখ, তরুণ সাংবাদিক মোঃ মানিক। জন্মদিনে তাঁকে জানাই অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা ও অন্তরের গভীর থেকে শুভেচ্ছা।
মোঃ মানিক বর্তমানে দেশের প্রথম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত আইপি টেলিভিশন মুভি বাংলা টেলিভিশন-এ প্রোগ্রাম প্রডিউসার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কর্মজীবনে তিনি পেশাগত দায়িত্ব পালন করছেন নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে, যা তাঁকে করে তুলেছে গণমাধ্যম অঙ্গনের এক উজ্জ্বল মুখ।
তাঁর সাংবাদিকতা শুধুমাত্র সংবাদের কাঠামোয় সীমাবদ্ধ নয়—তিনি মানুষের পাশে থাকা, নিপীড়িতের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ করাকে নিজের নৈতিক দায়িত্ব মনে করেন। সমাজের অসহায়, গরিব-দুঃখীদের সহায়তা এবং তাঁদের কণ্ঠস্বর হয়ে উঠতেই যেন তাঁর জন্ম। এজন্যই সাধারণ মানুষের হৃদয়ে তিনি আজ “গরিব দুঃখীর বন্ধু” নামে পরিচিত।
তরুণ এই সাংবাদিক শুধু কলমের যোদ্ধা নন, বরং তিনি একজন চিন্তাশীল, মানবতাবাদী ও প্রগতিশীল নেতৃত্বের প্রতীক। তিনি বারবার প্রমাণ করেছেন যে, ন্যায়ের পথে সাহসের সাথে দাঁড়ানোই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়।
আজকের এই আনন্দঘন দিনে আমরা তাঁর জন্য দোয়া করি—তিনি যেন আরও দীর্ঘ সময় ধরে সমাজের সেবা করতে পারেন, সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দিতে পারেন। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তাঁর নেতৃত্ব ও সাংবাদিকতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস।
শুভ জন্মদিন মোঃ মানিক ভাই—আপনার জীবন হোক আলোকিত, সাফল্যমণ্ডিত ও মানবতার ছোঁয়ায় অনুপ্রাণিত।