কবি মোঃসাখাওয়াত হোসেন খান
ভালোবাসা পাওয়ার জন্য
এই পৃথিবীতে আসি নাই,
শ্রোষ্টার দেওয়া শক্তি অনন্য
অকাতরে বিলিয়ে যাই,
ফ্যাসিবাদীর আঘাত জঘন্য
মৃত্যুর ভয় বিপ্লবীর নাই।
আমার কবিতায় মনে হবে
আমি আছি কাছাকাছি,
সব ভালোবাসা খুঁজে পাবে
বহুযুগ ধরে বেঁচে আছি।
ঐ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে
সময়ের ব্যবধান বাড়াও
মৃত্তিকার গহ্বরে মিলেমিশে
মানুষের রুপ বদলাও।
সত্যের সাধনায় আমি কবি
চিরদিন সত্যে সাধনায়,
আমি যুগে যুগে মহাবিপ্লবী
কবি শ্রষ্টার আরাধনায়।
শোষণের বৈষম্যের আবরণ
ভেঙ্গেচুরে করি চুরমার,
কবিতার অগ্নিতে বিষ্ফোরণ
আমি বিপ্লবেই ভয়ংকর।