মোঃ আহসান কবির রিজওয়ান
সময় তুমি কি দিয়ে গড়া?
বার বার হয় কেন আমার কপাল পুড়া।
নিজেকে নিয়ে আর ভাবতে পারিনা,
সবাইকে নিয়ে ভাবতে হয়েছি মলিন!
তুমি আমার হওনি তাই কেউ খোঁজ নেয়নি
বেঁচে থেকেও বুজি এ সমাজে আমার হয়েছে মরণ,
আমার থেকে অন্ধকার কি ঘুচবেনা?
স্বার্থলোভীরা নাকি মানবতার ফেরিওয়ালা,
যার হও তুমি সে পায় সন্মানের আখ্যা দোলা!
আমি দেখেছি এই ব্যস্ত শহরে কোন মানুষের নাই আনাগোনা,
সব দেখি যন্ত্র
তামারে চকচকে সাজিয়ে প্রচার করে সোনা।
বাড়ি, গাড়ি, ধন-সম্পদ পেলে কী সুখের ঘুম দিতে পারব!
নাকি সুখের তালাশ করতে গিয়ে সাগরে তলিয়ে যাব?
তুমি নাই তাই হতে হয় বোজা,
পথের পাগলটিও তোমায় চিনে!
মেয়েটি পতিতালয়ে গেছে তোমার ঘ্রাণে,
তোমার জন্য খুনোখুনি বেওয়ারিশ লাশ তাজা।
তোমার কাছে প্রতিভা-পরিশ্রম ফেল,
টাকা তুমি স্বাধীনতার কামাল।
আমি অভিমান করে বলছি এ বাংলায় জাগবেনা আর কোন নজরুল,
দেশ অগোছালোই থাকবে শুধু অমানুষে অমানুষে হবে রদবদল।