নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বতন্ত্র বার্তা পরিবারের পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রতিনিধিদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৪ টার সময় গাজীপুর মহানগর প্রেসক্লাবে স্বতন্ত্র বার্তা পত্রিকা জেলা ও উপজেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক,বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান স্বতন্ত্র বার্তার পত্রিকার থাকে যারা যুক্ত আছেন জেলা ও উপজেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টারদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কন্ঠ বানী পত্রিকার সম্পাদক মোঃ জানে আলম,গাজীপুর প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হোসেন বুলবুল, আজকের বাংলা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক গোলাম রসূল ডিনার, স্বতন্ত্র বার্তা পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ হাইউল উদ্দিন খান, স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম সাংবাদিক হেলেনা আক্তার
স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান বলেন, ঈদ মুসলমানদের জন্য একটি বড় আনন্দের দিন তাই স্বতন্ত্র বার্তা পরিবারের পক্ষ থেকে জেলা ও উপজেলা এবং স্টাফ রিপোর্টারদের মাঝে আমরা ঈদ সামগ্রী দিয়ে সামান্য আনন্দ দেওয়ার চেষ্টা করেছি কারণ স্বতন্ত্র বার্তা পত্রিকার জন্য তারা সারা বছর যেভাবে মাঠে ময়দান থেকে কঠোর পরিশ্রম করে যায় তাদের ঋণ স্বতন্ত্রবার্তা পরিবার পরিশোধ করবার মত নয়।তবুও তাদের আনন্দের দিনে সামান্য উপহার দিয়ে আরো আনন্দ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। স্বতন্ত্র বার্তা পরিবারের সাথে যারা যুক্ত আছে তাদের পাশে সুখ দুঃখে সব সময় সাথে থাকবে স্বতন্ত্র বার্তা পরিবার।