আমিরুল ইসলাম জিবন
সুখের দিনে পঞ্চ ভাই,
দুঃখ এলে কেউই নাই।
আনন্দেতে মাতন যখন,
সবার মুখে হাসির ছায়।।
ভোজের পাত মেলে দিলে,
সবার চোখে খুশির ঝিলিক।
মিষ্টি কথার ফুলঝুরি আর
বুক ভরা ঐ দোস্তি-টানাটান।।
টাকা পয়সা সাগর হলে,
চেনা-জানা অগুণতি।
কিন্তু যখন শূন্য হাতে,
সবার মুখে দূর দূরতি।।
কাঁধে ভর যদি চাও,
অন্ধকারে নামবে গা!
একলা পথিক, একলা জীবন,
সবাই যাবে চেনা-ছাড়া।।
হায়রে মানুষ! হায়রে জীবন!
স্বার্থ শুধু সবার মুখে,
দুঃখ এলে হারিয়ে যাবে,
বন্ধু বলে যারা থাকে।।
তাই তো বলি, ওরে মন!
নিজের শক্তি আপন ধন।
সুখের দিনে পঞ্চ ভাই,
দুঃখের দিনে কেউ নয়।।