-এম আলী হুসাইন।
দেশটা আমার বাংলাদেশ
আমি দেশের নাগরিক
দেশ আমায় নিরাপত্তা দিবে
দিবে অধিকার সব মৌলিক।
দূর্নীতি আর স্বজনপ্রীতির
হবে না কো আর ঠাঁই
সত্যে- ন্যায়ের আলোকে
আমার নিরাপদ অধিকার চাই।
হত্যা-খুন, গুম-ধর্ষণ চাইনা
হউক সব অপকর্মের মূলৎপাটন
দেশ হউক ভিন্নরুপের উন্নত
জ্ঞানীরা সবাই মিলে করুক গঠন।
দেশটা আমার বাংলাদেশ
আমি দেশের বাসিন্দা
মনের সুখে থাকতে চাই
চাইনা কোন ন্যায়ের বাঁধা।
দেশের তরে, দেশের জন্যে
যারা দিল জীবন যৌবন প্রাণ
তারা আমার গর্ব,তাদের জন্যে
উৎস্বর্গ করব মোর দেহ – প্রাণ।
হাসি-খুশি সবাই মিলে থাকব
থাকবেনা কোন হিংসা বিদ্বেষ
দেশটা আমার বাংলাদেশ
আমি দেশের গৌরব- গর্ব।