মোঃ আহসান কবির রিজওয়ান
দেহ ইঞ্জিন চালার জন্য
লাগেনা কয়লা, বিদ্যুৎ, অকটেন পণ্য।
টক, তেতো, লবণ, মিষ্টি, ঝাল
আরো লাগে কাঁচামাল
হাওয়ার উথাল-পাতাল।
এক দিকে নিব আমরা আরেক দিকে দিব,
জীবনে প্রেম-ভালবাসা এইতো তব।
বেশি বসলে অবস
আর বেশি খাঁটলে ব্যথা-বিস।
কর্ম-ধর্ম দিয়ে মর্মের তরী,
দুই দিনের দুনিয়ায় চলে জীবন গাড়ি।
ছোট্ট সোনা বড় হবে, বড় একদিন বিধায় নিবে!
এই আছি এই নাই এইতো তবে।