___________স জী ম শা ই ন
দৃষ্টির সীমানায় দেখি অদৃষ্টের পরিহাস
কবিতার খাতায় লিখি অনাগত ইতিহাস।
মুখে কুলুপ এঁটে প্রতিবাদী হয়েছে জবাই
নাটকের হাস্যতামাশা দেখে,হতবাক সবাই।
অস্তাচল সূর্যের মতো সুনসান মানবতা
অগ্নিদৃষ্টিতে দেখি ভূলুণ্ঠিত বিশ্ব দানবতা।
হৃদয় গহীনে যখন লাগবে উত্তাল ঢেউ
মায়ের আঁচলে লুকিয়ে থাকবে না কেউ।
মানবের মুক্তিপণ লিখে,জীবন কিনারে
বিজয় নিশান ওড়াবো, সুউচ্চ মিনারে।
_______________________________
দুর্গাপুর, নেত্রকোণা।