স জী ম শা ই ন
অজানার কাছে হেরে যাবো ?
দুর্নীতির কলঙ্কিত অধ্যায় লিখে
ইতিহাস হবো।
ক্ষমতালিপ্সু কী খল প্রকৃতির ?
লুটেরাদের এখন শ্রেষ্ঠ সময়,
আমার না বলা কথাগুলো
অকপটে বলে যেতে চাই —
আমার অব্যক্ত কথাগুলো
অস্ফুট গুঞ্জনের মতো দুর্লভ নয়
নিঃশব্দ কবিতার মতো অভয়।
আমি আমার মতো ভাবি
আমি প্রকৃতির কাছে শিখি
আমি মানুষের কাছে বারবার আসি
মৃত্যুর মাঝেই ডুবে আছি
তবে কীসে এত ভয় ?
আমি বলি সৎপথে বেঁচে থাকা,
যা মাতৃদুগ্ধের মতো পবিত্র হয়।
____________________________