আমিরুল ইসলাম জীবন
আমার খুব কষ্ট, আমার খুব দুঃখ,
আমি আ করে কাঁদতে পারছি না।
বুকের ভেতর ঝড় উঠেছে,
কিন্তু চোখে জল নামছে না।
আকাশও বোঝে আমার ব্যথা,
তবু কেন বৃষ্টি পড়ে না?
সাগরের ঢেউ উথাল-পাথাল,
তবু তীরে আঘাত হানে না।
শব্দেরা আজ থমকে গেছে,
কান্নার ভাষা হারিয়ে ফেলেছি।
আলোর খোঁজে পথে নেমেছি,
অন্ধকারই সঙ্গী হয়েছে।
হারানোর বেদনাগুলো
দম বন্ধ করে রেখেছে বুকে,
শব্দবিহীন কান্নার বোঝা
সয় না আর এ নীরব চোখে।
আমি চিৎকার করতে চাই,
শূন্যে ছুড়ে দিতে যন্ত্রণা,
কিন্তু আমার কণ্ঠ রুদ্ধ,
বুকের ভেতর শুধু বেদনার সুর।
হয়তো একদিন এই নীরব কান্না
রূপ নেবে এক ঝরঝরে বৃষ্টিতে,
হয়তো একদিন শব্দেরা ফিরে আসবে
আমার একাকী কবিতার স্তবকে।