এইচ.এম কবির হোসেন
ধ্বংস হয় আত্মা, নিঃশব্দে আর্তনাদ,
একটি নিঃশব্দ রাত, যন্ত্রণায় বিধ্বস্ত হৃদয়।
মানুষ না, রাক্ষস তারা,
অবিশ্বাস্য নৃশংসতায় পোড়ায় নারী, শিশু, কিশোরী।
মুক্তি চাই, রক্ষা চাই,
মনে প্রশ্ন—কোথায় আমাদের মান?
বিরোধী চুপ, নীরব সমাজ,
তবুও চুপ থাকতে পারি না, আর নয়।
ধর্ষণ নয়, এটি হত্যা,
এটি শুধু শারীরিক নয়, মানসিক আঘাতও।
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলি,
নিরাপত্তা চাই, সম্মান চাই—এটা আমার অধিকার।
সকলের চোখ খুলে দেখো,
আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ দরকার নিরাপদ।
শুধু আইন নয়, আমাদের মনোভাব বদলাতে হবে,
সমাজকে সচেতন করতে হবে, ধর্ষণের বিরুদ্ধে।
মহিলার শরীর নয়, কোনো পুরুষের অধিকার,
এটি এক স্বাধীনতা, আত্মসম্মান, যা সবার।
এতদিনের ঘুমানো সমাজ, আজ জেগো,
ধর্ষণের বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে।