জেসমিন আক্তার রিক্তা
ছোট্ট শিশু হায়নার শিকার,কামুকের মুখে পৈশাচিক হাসি।
খুবলে খেল শিয়াল শকুন , পড়ে আছে নিথর দেহ।
মেয়ে মানে মা কিন্তু শিয়ালের চোখে ভোগ্য দেহ।
ধর্ষিতার ছাপ আঁকে অধিক শিশুর ললাটে, নষ্ট করে ফুলের কলি।
ধর্ষণে মিটে না পিপাসা,নিঃশ্বাস রোধ করে মৃত্যুর খেলায় তার আনন্দ।
ধর্ষিতার প্রাণ যায় মেয়ে হয়ে নিরাপত্তাহীনতায়।
স্বাধীন দেশে ধর্ষক ঘুরে বুক ফুলিয়ে।
আইনের প্যাচে ধূলা পড়ে ফাইলে, বোন আমার বিচারের অভাবে গুমরে মরে।
পড়লেও ধরা ফিরছে আবার কয়েক বছরের ব্যবধানে, বোনের সারাজীবন নষ্ট হয় তার তমসা অতীত ভাবনায়।
ধর্ষণের সাজা ফাঁসি চাই, বোন আছিয়ার বিচার চাই।
হাজার আছিয়া চাই না আর, হাজার ফুলের নিরাপত্তা চাই।