গোলাম কিবরিয়া ফারাজ
আমি ভালোবাসি আমার ভাষা, আমার গোত্রের ঐতিহ্য,
যখন তা মানবতা আর সভ্যতার পথে,
আমি লজ্জিত হই না, নিজস্ব পরিচয়ে গর্বিত,
বরং ধন্য হই, শপথে শক্তি খুঁজি।
তবুও, আমি তোমার মতো নই,
তুমি ভাবো তোমার জাতি সেরা, শ্রেষ্ঠতম,
কিন্তু আমি সে ধারণা পরিহার করি,
কোনো জাতির মধ্যে নেই শ্রেষ্ঠত্বের শংসাপত্র।
শ্রেষ্ঠত্ব হলো মানব হৃদয়ের স্পন্দনে, মানুষের মধ্যে,
যখন তুমি বিদ্বেষ ছড়াও,
তোমার নিরপেক্ষতা কোথায় থাকে?
তোমার মানবিকতা হারিয়ে যায় কোথায়?
এ বিশ্বে, জাতি-ধর্মের ভেদাভেদ ছাড়া,
আমরা সবাই এক, সবারই সঙ্গতি!
আমার ভালোবাসা, আমার ভাষা,
মানবতার পথেই জীবন্ত হোক এই আশা।