-কামাল মাহমুদ জয়
নিঠুর প্রেমের আগুন জ্বলে,
নিঃশ্বাসে বিষ, মনে জ্বালা,
তবু কেনো হৃদয় মোরে
ডাকে তারই পরশ-পালা?
শপথ ভাঙে, স্বপ্ন মরে,
অভিমানে আঁধার নামে,
তবু কেনো পথের বাঁকে
দাঁড়িয়ে থাকি তারই নামে?
শূন্য হাতে চেয়েও দেখি,
সে তো দূরে, শীতল পাষাণ,
তবু কেনো হৃদয় কাঁদে
তৃষ্ণার তরে অভিমান?
নিঠুর সে প্রেম, তবু কেনো
ভালোবেসে মরতে চাই?
যতই জ্বলে, যতই পোড়ে,
তবু যেনো সে-ই আপন তাই!