মোঃ ইব্রাহিম হোসেন
ফুলের মতই একটা শিশু ঝরে গেলো হায়!
ফুটলো না ফুল রয়ে গেলো পুষ্প বাগিচায়।
হয়নি বয়স যৌনতা কী বুঝার আগেই ভাই,
ধর্ষকেরই ধর্ষণেতে দুনিয়াতে সে নাই।
নির্মমতায় প্রাণটা গেলো মানবতা কই?
অবাক মানুষ অবাক ভুবন নিস্তব্ধতায় রই!
কার কাছেতে নিরাপদে থাকবে নারীর মন,
আজকে জাতির প্রশ্ন মনে কোথায় এমন জন?
নাই কি দেশে আইন শাসন ধর্ষকে পায় ত্রাণ,
অবুঝ শিশু কন্যা ও বোন হয় ক্যান বলিদান?
কন্যা হয়ে জন্ম নেওয়া হয় কি রে বল পাপ?
পাপ না হলে ধর্ষণকারীর নাই ভুবনে মাফ।
ফুলের মতো জীবনখানা রক্ততে ক্যান লাল?
দে দে তুলে ধর্ষকেরই গায়ের যত ছাল।
যার কারণে জ্বলছে ভুবন নারী হারায় মান,
কই জনতা নে নে কেড়ে তার জীবনের প্রাণ?
আমার সোনার বঙ্গভূমে ধর্ষকের নাই ঠাঁই,
চাই চাই চাই আমরা সবাই কঠোর ফাঁসি চাই।
ধর্ষণ মুক্ত গড়তে এ দেশ গড় একতায় বল,
চাই না নারীর রক্তক্ষরণ চাই না চোখের জল।