– এম আলী হুসাইন
চলে গেল আছিয়া
পৃথিবী ছেড়ে।
মানুষকে জানিয়ে দিল
নিথর হাত-পা নেড়ে।
ধর্ষকরা মানুষ নয়
অমানুষরা সব;
একটু সে শান্তি পাবে
ওদের শাস্তি হবে যব।
ওরা এত নিষ্টুর ছিল
আঘাতের পর কষ্ট দিল!
একটু অনোসুচনা ছিলনা
ওদের ফাঁসি কেন দেখবনা?
আছিয়া আমার বাংলাদেশ
সর্বশেষ ধর্ষিত বোন
আছিয়ার পর আর যেন
কেউ না হয় ধর্ষিত-খুন।
আছিয়ার দিকে থাকিয়ে
তোমরা যাও পালিয়ে
দায়িত্ববান যারা!
কেননা একটি আছিয়ার
আর্তনাথের কেউ জবাব
দিতে পারবে না।
শত ধর্ষণের কারণ বিবরণ
দেখেছি কত আন্দোলন
দিন শেষে ক্ষমতায় হারিয়ে সব
এসব হয়ে যায় নিষ্প্রয়োজন।
আছিয়ারা আসে-যায়
পায়না কেহ ন্যায় বিচার
তাই দেখি দিনের পর দিন
চলে কত ধর্ষণ-অত্যাচার।
নারীরা বাঁচবে কেমনে
এই ধর্ষণের জগত থেকে!
শিক্ষা গ্রহন কর আছ যত;
বিদায়ী এই আছিয়া থেকে।
একটি বোনের চলে যাওয়া
অবিশ্বাস্য সত্যে মানা যায়না।
একটি ধর্ষক হলেও তাকে
এই পৃথিবীতে রাখা যাবে না।
ধর্ষক ধর, ধর্ষক মার
দাও ঘোষণা সবাই।
ধর্ষকমুক্ত বাংলাদেশ
গড়তে সবার সুদৃঢ় ঐক্য চাই।
অনেক ভাল লেখেছেন