মোঃ শফিকুল ইসলাম
তাহারা যা কহার কহুক করুক তাচ্ছিল্য ইর্ষা আর লাঞ্ছিত। আমরা বলিব সাম্য, মানবিক মর্যাদা, গোটা দেশে চাই সামাজিক সুবিচার। উহারা চাহুক দাসত্ব জীবন। আমরা রবের দেওয়া রাহ্ চাই। যবে যাবো মোরা ঈমানী শক্তি নিয়ে, ওগো বিধাতা তুমি মালিন্য সব, দূর করো মোদের চিত্ত হতে। হে মোর এবিপি পরিবার, ঐক্যের পথে দাও সারা, মিলাও হাতে হাত, কাঁধে কাঁদ।
তবে তোমরাই আনিতে পারিবে, বাংলার আকাশে নতুন ঈদের চাঁদ।
দেখিবে তোমরা ঘুচাতে পারবেই পারবে, এ বাংলার যতো দ্বন্দ্ব ও অবস্বাদ।
আনিতে পারিবে স্বাধীনতার প্রকৃত স্বাদ।
ধন্যবাদ স্বতন্ত্র বার্তার সম্পাদক জনাব কবি মশিউর রহমান ভাইকে আমার কবিতা স্বতন্ত্র পাতায় প্রকাশ করার জন্য ।
ধন্যবাদ প্রিয় কবি
স্বতন্ত্র বার্তার সাথে থাকুন,
দেশ বিদেশে তথ্য জেনে রাখুন।