দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে”প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ” করে ইসলামী ব্যাংক আইএইচটি, রাজশাহী এর সাধারণ শিক্ষার্থীরা।
স্বাধীন দেশে আট বছরের আছিয়াসহ অনেক শিশু, কিশোরী, প্রতিবন্ধী, বৃদ্ধাসহ প্রতিনিয়ত নারীরা নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছে ঘরে বাইরে। যথাযথ প্রমাণ সাক্ষী থাকা সত্বেও ধর্ষককে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এখনো। দেওয়া হচ্ছে না তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, দিন দিন ধর্ষকরা ধর্ষণের নমুনা একেই চলছে। ধর্ষককে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় অবিলম্বে আনতে হবে। যদি আইন ব্যবস্থা নিতে অপারগতা হয় তাহলে জনগণ তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বাধ্য হবে।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান ধর্ষককে জন সম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা ১৫ দিনের মধ্যে। তারা আরো জানান দেশে নারী নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি, খুন বন্ধে এবং দেশের সার্বভৌম স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজনে আবার রক্ত দেয়া হবে, তবুও এসব কিছু আর বরদাশ করা হবে না। সকল ধর্ষককে আইনের আওতায় আনতে হবে।
প্রতিবেদক,
আলমগীর হোসাইন
শিক্ষার্থী,
ইসলামী ব্যাংক আইএইচটি রাজশাহী।