কামাল মাহমুদ জয়
রমজান এলো, লাগছে বেশ,
ইফতার টেবিল ফুললো দেশ!
পেঁয়াজু, বেগুনি, সমুচার বাহার,
ভাইটা বলে, “আরেকটা দে আমার!”
সেহরির বেলা ঘুম চোখে ঝাপসা,
বোন বলে, “ভাত দাও একটু নরমা!”
মা বলেন, “ডাল-ভাত খা ভালো, ”
বাবা হাসে, “ঘুম পাবে কালও!”
রোজা রেখে দিন কাটে ধীরে,
স্কুলে বন্ধু বলে, “চল দে বিরে!”
তবু মনে ঈদের খুশি,
সেমাই, লাচ্ছি হবে দারুণ রসি!
চমৎকার লিখেছেন কবি
ধন্যবাদ প্রিয় কবি স্বতন্ত্র বার্তার সাথে থাকুন, দেশ বিদেশে তথ্য জেনে রাখুন।